বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

দেলদুয়ারে সেতু ভেঙে বালু বোঝাই ট্রাক খাদে 

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ারে সেতু ভেঙে বালু বোঝাই ট্রাক খাদে 

টাঙ্গাইলের দেলদুয়ারে সদর ইউনিয়নের দুল্যা-সেহড়াতৈল নামক স্থানে বেইলী সেতু ভেঙে বালু বোঝাই ট্রাক খাদে পড়ে গত শুক্রবার দিবাগত রাত  থেকে উপজেলা সদরের সঙ্গে টাঙ্গাইল জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, সেতুর উভয় পাশে সতর্কতামূলক ট্রাফিক সিগনাল নিষেধাজ্ঞা থাকা সত্বেও অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাক তুলে দেয়ায় সেতুটি ভেঙে পড়েছে। এর আগেও সার বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে পড়েছিল। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বার বার ওই স্থানে দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

জানা যায়, গত শুক্রবার রাতে ভূয়াপুর থেকে নির্মাণ কাজে ব্যবহূত বালু বোঝাই করে ট্রাকটি দেলদুয়ারের দিকে আসার পথে সেহড়াতৈল বেইলি সেতুটির শেষ প্রান্তে আসলে সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে যায়। 

এতে একজন সামান্য আহত হয় বাকি সবাই সুস্থ আছেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেন। তবে সেতুটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত টাকায় নৌকায় পারাপার হতে হচ্ছে। ভোগান্তি লাঘবে  দ্রুত সেতুটি সংস্কার করে  পারাপার উপযোগী করার দাবি জানিয়েছেন পথচারীরা।

এ ব্যপারে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, আগামি ৭২ ঘণ্টার মধ্যে সেতুটি পূনঃস্থাপনের মাধ্যমে সড়ক যোগাযোগ সাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। 

এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।

টিএইচ